Publish Date : 26th March, 2023

২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। ঢাকা ছাড়া সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের আজ মহান স্বাধীনতা দিবস এবং ৫৩তম জাতীয় দিবস। সকলকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

অনেক রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার উজ্জ্বল আলোকে সমস্ত বাঙ্গালী সংগঠিত হোক এবং একতার সাথে দেশটি আরো উন্নয়নের পথে অগ্রসর হোক। জয় বাংলা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ। নারী-পুরুষ নির্বিশেষে সবাই সামিল হয়েছিলেন যুদ্ধে। দেশের স্বাধীনতার জন্য শুধু পুরুষরা নয়, নারীরাও সমানতালেই লড়াই করেছেন। তারা শুধু সম্ভ্রমই হারাননি, অনেকেই রীতিমতো অস্ত্র হাতে অংশ নিয়েছেন সম্মুখ সমরে।তাদের নিয়ে আমাদের নিবেদন “ বিরঙ্গনা “

পরিচালক: সাইফ আহমেদ
সহ-পরিচালক: মোহাইমিনুল ইসলাম

অভিনয়ে

  • কাওসার বিন মালেক
  • তাসনিম আজাদ
  • আমরিন জান্নাত
  • নাহিদ জাহাঙ্গীর বালি
  • মোহাইমিনুল ইসলাম
  • সাইফ আহমেদ
  • মেহেদী

প্রোডাকশন ও পোশাক : নাহিদ হাসান পিয়াস, শাহরিয়ার হাসান লিমন
এডিট:  মোহাইমিনুল ইসলাম
ক্যামেরা: ফায়েজ উদ্দিন মল্লিক
গল্প: শফিক নহর

বিশেষ ধন্যবাদ: মো: আমান উল্লাহ ফয়সাল, অয়েসিছ আহমেদ

Share This: