“ইউআইইউ এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং QS এশিয়াতে ২০১৯-২০২০ পরপর দু’বার স্থান করে নিয়েছে। ব্যবসায় অনুষদ ACBSP’র মত আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন পেয়েছে ১০ বছরের জন্য যা, বাংলাদেশের জন্য একটি অনন্য উদাহরণ। প্রকৌশল অনুষদের প্রোগ্রামগুলো IEB’র অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। ইউআইইউ এভাবে শিক্ষার উন্নত মান বজায় রেখে দেশে ও বিদেশে তথা বৈশ্বিক প্রেক্ষাপটে গ্রাজুয়েটদেরকে কর্মক্ষম করে গড়ে তুলছে।”
UIU -এর ৬ষ্ঠ সমাবর্তনে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র বক্তব্য
- Home
- UIU In The Media
- UIU -এর ৬ষ্ঠ সমাবর্তনে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র বক্তব্য