Date: 24th July, 2019 - 24th July, 2019

Venue : Room #126

 

বৃন্দাবন দাসের প্রধান পরিচয় তিনি নাট্যকার। তবে শুধু নাটক রচনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। পাশাপাশি তিনি ছোটপর্দায় অভিনয়ও করেন। এছাড়া তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
বৃন্দাবন দাস প্রথম উপন্যাস লিখেছিলেন সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে। সহপাঠী বন্ধুর সাথে প্রতিযোগিতা করে তিনি উপন্যাসটি লিখেছিলেন। তবে নিয়মিত লেখার সাথে জড়িত হন নাট্য সংগঠন ‘বাংলাদেশের মুক্ত নাটক দল’ এ থাকাকালীন। সে সময় সংগঠনের উদ্যোগে প্রকাশিত স্মরনিকাতে নিয়মিত লিখতে শুরু করেন তিনি। গল্পের মানুষ বৃন্দাবন অসংখ্য নাটকের মাধ্যমে দর্শক ও ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এ যাবৎ তিনি অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলো মধ্যে রয়েছে- বন্ধুবরেষু, ঘর-কুটুম, আলতা সুন্দরী, জামাই মেলা, হাড়কিপটে, মোহর শেখ, সাকিন সারি সুরি, চৈতা পাগল, পাত্রী চাই, পত্র মিতালী, সার্ভিস হোল্ডার ইত্যাদি। এরপরও অসংখ্য নাটক উপহার দিয়েছেন তিনি।

গুণী এই মানুষটি আগামী ২৪শে জুলাই (বুধবার) আসছেন আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাস ইউ আই ইউ তে।

কর্মশালা অংশগ্রহণ ফি -১২০ টাকা
Registration Date: 21st July, 2019 – 23rd July, 2019
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত Registration চলবে । লাইব্রেরীর পাশে ক্লাবের বুথে ।

কর্মশালা তারিখঃ
তারিখঃ২৪ শে জুলাই (বুধবার)
সময়ঃসকাল ১১ টা
স্থানঃ রুম -১২৬
যোগাযোগঃ ০১৭৪৭৪৪৪২৬২( অশ্রু )
০১৬৮৬১৬২৮২৭ (বিজয় )

বিশেষ দ্রষ্টব্যঃ কর্মশালায় অংশগ্রহণ কারী সকলকে সনদ এবং দুপুরের খাবার দেয়া হবে।

Share This: